'যেমন কর্ম তেমন ফল'
আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মাইম আর্ট 'যেমন কর্ম তেমন ফল'র উদ্বোধনী প্রদর্শনী।
বস্তুবাদের ভয়াল থাবায় সভ্যতা আজ ক্ষত-বিক্ষত। ক্রমশ মানুষের মাঝে লোপ পাচ্ছে মানবীয় গুণাবলি। সমাজের পরতে পরতে আজ নানা অসঙ্গতি। এমনই কিছু অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে 'যেমন কর্ম তেমন ফল' প্রযোজনায়। পরিবেশনার ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীরা নির্বাক অভিনয় করেছেন। এখানে ধর্ম, রাজনীতি, নারী নির্যাতন, ইভ টিজিং, ভেজাল খাদ্য ইত্যাদি নানা বিষয় উঠে এসেছে এই প্রযোজনাটিতে।
'যেমন কর্ম তেমন ফল'র রচনা ও নির্দেশনায় রয়েছেন মাইম শিল্পী নিথর মাহবুব।
চট্টগ্রামে কাল প্রদর্শিত হবে 'মর থেংগারি'
চলচ্চিত্র সাউথ এশিয়ান ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালের শেষদিনে কাল চট্টগ্রামের নন্দন কাননস্থ থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রদর্শিত হবে অং রাখাইনের চলচ্চিত্র 'মর থেংগারি'। আদিবাসী চাকমা সমাজের জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। সাইকেল নিয়ে এক তরুণের নানা স্বপ্ন ও ট্র্যাজেডি চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে ঢাকায় ১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও উন্মুক্ত চলচ্চিত্র উৎসব ২০১৪-তে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
ঢাকায় শুরু হচ্ছে বিলেতের নাটক 'যমুনা'র মঞ্চায়ন
আজ নাটমণ্ডলে শুরু হচ্ছে বিলেতের অক্সফোর্ড শহরের নাটকের দল 'থিয়েটার ফোকস্'র নাটক 'যমুনা'র পরিবেশনা।
সেলিনা শেলী রচিত এই নাটকটির নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
আজ ও কাল নাটমণ্ডলে মঞ্চায়নের পর ১১ ও ১২ জানুয়ারি নাটকটি মঞ্চায়ন হবে শিল্পকলা একাডেমিতে।
যমুনা একজন ভাস্কর। তার প্রথম প্রদর্শনীর আগে আমরা দেখি তাকে ভীষণ দ্বিধাদ্বন্দ্বে থাকতে। সে কি তার অতীতের শিকল ভেঙে মুক্ত হাওয়ায় উড়বে নাকি পরিবার ও স্বজনের কথা ভেবে চুপই থাকবে। কিন্তু চুপ থাকলে যে প্রতিশ্রুতি ভঙ্গের দায় এড়ানো যাবে না। কি করবে এখন যমুনা? বাংলাদেশের একজন ভাস্কর ও মুক্তিযোদ্বা নারীর ব্যক্তিগত লড়াই এবং বেঁচে থাকার গল্প যমুনা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় শিল্পীরা হলেন- সেলিনা শেলী, মাঞ্জুরুল হুসাইন শামীম, অদিতা হাসান, নোলক, অনিন্দিতা সরকার, সাদিয়া আহমেদ, সোমা প্রমুখ। আলোক পারিকল্পনা- মোহাম্মদ আলী হায়দার, সেট ও প্রপস- মাঞ্জুরুল হুসাইন শামীম, সংগীত- সুমেল চৌধুরী, কোরিওগ্রাফি- সামিনা লুৎফা নিত্রা, ইংরেজি অনুবাদ- রূপকথা প্রিয়দর্শিনী, চুপকথা প্রিয়ভাষিণী ও জেসি রোদসী। 'যমুনা' নাটকটি দিয়ে ২০১২ সাল থেকে অক্সফোর্ড, বার্মিংহাম আর লন্ডনের দর্শকদের আলোড়িত করে থিয়েটার ফোকস।
অরডিনারি লাইফ : একস্ট্রা অর্ডিনারি ভিশন
বাড্ডার এথেনা গ্যালারিতে আজ শুরু হচ্ছে 'অর্ডিনারি লাইফ : একস্ট্রা অর্ডিনারি ভিশন' শীর্ষক চিত্র প্রদর্শনী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ দিনব্যাপী এ প্রদর্শর্নীর উদ্বোধন করবেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
এ প্রদর্শনীতে স্থান পাবে জেলে বাঁশিওয়ালা, বাউন্ডেলে বাউল, নারী প্রভৃতিবিষয়ক ৩০টি ছবি।
বেঙ্গল আর্ট লাউঞ্জে 'ঈন মোশান' শীর্ষক চিত্রপ্রদর্শনী
১১ জানুয়ারি গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হচ্ছে বিশ্বজিৎ গোস্বামীর 'ঈন মোশান' শীর্ষক চিত্রপ্রদর্শনী।
ওইদিন বিকালে যৌথভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও শিল্পী রফিকুননবী।
প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবশ্রেণির দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।
আগামী ২৪ জানুয়ারি শেষ হবে দুই সপ্তাহব্যাপী এই প্রদর্শনী।
মণিপুরী নৃত্যসন্ধ্যা
আজ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 'জাগোই পরেং' শীর্ষক মণিপুরী নৃত্যসন্ধ্যা।
নৃত্যনন্দনের আয়োজনে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই নৃত্যসন্ধ্যাটি।
১২ জানুয়ারি নন্দনমঞ্চের উদ্বোধন
শিল্পকলা একাডেমির উন্মুক্ত মাঠে নির্মিত নন্দনমঞ্চের ১২ জানুয়ারি উদ্বোধন। এ উপলক্ষে ওই দিন বিকালে নন্দনমঞ্চে শুরু হবে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। চারদিকে পানির বেষ্টনী দিয়ে পানির মাঝখানে স্থাপিত হয়েছে এই উন্মুক্ত মঞ্চটি। ১৪ জানুয়ারি শেষ হবে তিন দিনব্যাপী সাংস্কৃতিক কার্যক্রম।