অভিনয়ের সঙ্গে আপোস করতে নারাজ রণবীর সিং। তাই বাজিরাওয়ের আদলে নিজেকে সাজাতে আগেই মাথা মুন্ডন করেছিলেন এই অভিনেতা। আর এখন ১৭ কেজি ওজনের বর্ম গায়ে চড়ালেন রণবীর সিং। সঞ্জয় লীলা বানশালীর আপকামিং ছবি ‘বাজিতাও মস্তানি’র একটি শুটিং দৃশ্যের জন্য ১৭ কেজি ওজনের বর্ম গায়ে জড়ালেন রণবীর।
আমরা সবাই জানি পরিচালক সঞ্জয় মানে রাজকীয় ব্যাপার। সর্বক্ষেত্রে তাঁর চাই পারফেক্টশন। তা সে নায়িকার পোশাক হোক আর নায়কের।এর আগের ছবি ‘রামলীলা’তে দীপিকাকে তিনি ৩০ কেজি ওজনের একটি লেহেঙ্গা পরিয়েছিলেন। এবার পেশাদার বাজিরাও সাজাতে রণবীরকে পরালেন ১৭ কেজি ওজনের একটি বর্ম।