ম্যাডাম ফুলি চলচ্চিত্র-খ্যাত চিত্রনায়িকা সিমলা নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। তরুণ নির্মাতা রাশিদ পলাশ 'নাইওর' শিরোনামের ছবিটি পরিচালনা করবেন। নতুন এই ছবিতে সিমলা একজন বাইজির ভূমিকায় অভিনয় করবেন। সিমলা বলেন, আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। এটা তেমনি একটি ছবি। এখানে আমি বাইজি চরিত্রে অভিনয় করছি। আশা করছি ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে। সিমলা ছাড়াও ছবিতে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, রাশেদ মামুন অপু, সাদিয়া প্রমুখ।
আশির দশকে চিত্রপরিচালক শহীদুল ইসলাম খোকনের হাত ধরে চলচ্চিত্রে আসেন সিমলা। এই নির্মাতার 'ম্যাডাম ফুলি'তে ফুলি চরিত্রে অসাধারণ অভিনয় করে শ্রেষ্ঠ নায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এটি ছিল সিমলা অভিনীত প্রথম ছবি। এরপর প্রায় শতাধিক ছবিতে বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি।