মাহিয়া মাহী ও মিষ্টি জান্নাতের নায়ক হচ্ছেন কলকাতার নায়ক সোহম। টলিউডের 'বোঝে না সে বোঝে না' ছবি-খ্যাত এই নায়ক অভিনয় করবেন মাহিয়া মাহী প্রযোজিত নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে। এতে নায়িকা হিসেবে থাকবেন মাহী। শীঘ্রই ছবির নাম, নির্মাতা, অন্য শিল্পী এবং শুটিংয়ের তারিখ ঘোষণা করা হবে বলে জানান মাহী। অন্যদিকে সজল আহমেদের পরিচালনায় মিষ্টি জান্নাতের বিপরীতে 'ভালোবাসার রাজকুমারী' শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন টালিগঞ্জের এই নায়ক। টলিউডে মুক্তি পাওয়া সুপারহিট ছবি 'বোঝে না সে বোঝে না' এখানকার দর্শকদের মনেও ভালোলাগার ঝড় তুলেছে। বিশেষ করে এতে ইনোসেন্ট একটি চরিত্রে সোহমের অসাধারণ অভিনয় সবার মন কেড়েছে। সোহমও হয়ে উঠেছেন এ দেশের দর্শকের কাছে ভালোলাগার নায়ক। আর বাংলাদেশের দর্শক তাকে পছন্দ করে-এ কথাটি জানতে পেরে সোহমও উচ্ছ্বসিত।