পাক সীমান্তে প্রবেশ করতে গিয়ে পাকিস্তানি সেনার হাতে ধরা পড়লেন বলিউড দাবাং খান সালমান। বিনা অনুমতিতে পাকিস্তানে প্রবেশ করার অপরাধে তার ওপর চুরির অভিযোগ আরোপ করা হয়েছে। এখানেই থেমে থাকেনি পাক সেনাদল, কষে থাপ্পড় বসিয়ে দিলেন সালমানের মুখে। চমকে ওঠার কিছু নেই। এটা বাস্তব জীবনের ঘটনা নয়। আসলে সালমান এখন কবির খানের আপকামিং ছবি ‘বাজরাঙ্গী ভাইজান’-এর শুটিংয়ে ব্যস্ত আছেন। আর এই ছবির একটি দৃশ্যেই এমন ঘটনা দেখানো হয়েছে। এই ছবিতে সালমান একজন মুসলিম ছেলের চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে কারিনা একজন হিন্দু বাহ্মণ মেয়ের চরিত্রে অভিনয় করছেন।
আপাতত ছবির পুরো কাস্ট-ইউনিট নিয়ে পরিচালক কবির এখন কাশ্মীরে শুটিং করছেন।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৫/আহমেদ