এ বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা ছবির পুরস্কার জিতেছে রিচার্ড লিংকলাটার পরিচালিত মুভি 'বয়হুড'। সেরা পরিচালক হিসেবে গোল্ডেন গ্লোব পেয়েছেন এর পরিচালক রিচার্ড। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস হোটেলে রবিবার রাতে অনুষ্ঠিত হয় ৭২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস বিতরণ অনুষ্ঠান। খবর ইন্ডিয়া টুডে'র
রিচার্ড লিংকলাটার 'বয়হুড' মুভিটি নির্মাণে বারো বছর সময় নিয়েছেন। প্রতি বছর কম বেশি এক সপ্তাহ করে মুভিটির শুটিং হয়েছে। একটি ছেলের জীবনকে কেন্দ্র করে মুভিটির গল্প গড়ে উঠেছে। ছেলেটির চরিত্রে অভিনয় করেছেন নবাগত ইলার কলট্রান। ইলারের বয়স যখন ৭ বছর তখন থেকেই মুভিতে অভিনয় করেছে সে। এতে আরো অভিনয় করেছেন ইথান হোক ও প্যাট্রিসিয়া আরকেট। তারা দু'জনও স্ব স্বে ক্ষেত্রে গোল্ডেন গ্লোব পেয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ২০১৫/শরীফ