এখনও কোন ছবি মুক্তি পায়নি। অথচ, এরইমধ্যে ঢাকাই সিনেমার অতিপরিচিত নাম পরীমনি। ঢাকাই চলচ্চিত্রে শীর্ষ নায়িকার তকমাটাও এখন তার দখলে। চলতি বছরেই মুক্তির তালিকায় রয়েছে পরীমনি অভিনীত প্রায় এক ডজন চলচ্চিত্র।
সম্প্রতি অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। এবার আরও একটি নতুন পরিচয়ের অপেক্ষা। নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেবেন তিনি। নায়িকা থেকে এবার গায়িকা হওয়ার পথে আছেন পরীমনি।
সম্প্রতি শামীমুল ইসলাম শামীমের 'আমার প্রেম আমার প্রিয়া' শিরোনামের আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এই ছবিটির একটি গানে কণ্ঠ দেবেন বলে জানিয়েছেন তিনি।
ছবিটিতে পরীর সহশিল্পী হিসেবে রয়েছেন আরজু। পরীমনি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মুশফিকুর রহমান গুলজারের 'মন জানে না মনের ঠিকানা' ছবির কাজ নিয়ে।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৫/আহমেদ