গীতিকার রবিউল ইসলাম জীবন। ক্যারিয়ারের আট বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিজের একক কথায় কোনো অ্যালবাম প্রকাশ করা হয়নি তার। এবার প্রথমবারের মতো নিজের একক কথায় একটি একক অ্যালবাম নিয়ে আসছেন তিনি। ১০টি গান নিয়ে সাজানো এই অ্যালবামটি নবীন সংগীতশিল্পী ঐশীর প্রথম একক অ্যালবাম। নাম 'ঐশী এক্সপ্রেস'। অ্যালবামটির সব গানের সুর ও সংগীত করেছেন ইমরান। 'তুমি চোখ মেলে তাকালে', 'এই ফাগুনে' এবং 'জানিনা জানিনা' শিরোনামের তিনটি দ্বৈত গানে ঐশীর সঙ্গে দ্বৈত কণ্ঠও দিয়েছেন ইমরান। চলতি মাসেই অ্যালবামটি বাজারে আসবে। অ্যালবামটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, 'জীবনের প্রথমবারের মতো নিজের কথায় একক অ্যালবাম করতে পারার অনুভূতি সত্যিই অন্যরকম! গত আড়াই বছর ধরে আমরা এই অ্যালবামের গানগুলো তৈরি করেছি। ঐশীর গায়কী চমৎকার। সে কারণেই অ্যালবামের সব গান লিখেছি। আশা করি অ্যালবামের প্রতিটি গানই শ্রোতারা গ্রহণ করবেন।'