আমির খান ও কঙ্গনা রনৌত দু’জনই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এড়িয়ে চলেন। এবার তারা কাজ করতে যাচ্ছেন একসঙ্গে।
‘পিকে’র পর ‘দঙ্গল’ নামের একটি ছবিতে অভিনয় করবেন বলিউড সুপারস্টার আমির খান। এই ছবিতে আমিরের মেয়ের ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রনৌত।
পালোয়ান মহাবীর ফোগাতের জীবনী নিয়ে ছবিটি পরিচালনা করছেন নিতেশ তিওয়ারি। আর এতে ৫৫ বছর বয়সী ফোগাতের ভূমিকায় দেখা যাবে আমিরকে। এজন্য পাকা চুল-দাড়ি রেখেছেন তিনি।
মহাবীরের মেয়ে ভারতের প্রথম নারী পালোয়ান গীতা ফোগাত চরিত্রে কাজ করবেন কঙ্গনা। বাবার কাছে প্রশিক্ষণ নিয়ে ২০১০ সালে কমনওয়েলথ গেমসে ৫৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা আর ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকসে ব্রোঞ্জপদক জিতেছেন গীতা। কমনওয়েলথ গেমসে গীতার বোন ববিতা জেতেন রৌপ্যপদক। কঠোর পরিশ্রম করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন অর্জনের মাধ্যমে মহাবীরকে গর্বিত করেছে তার দুই মেয়ে। ছবিটিতে তুলে ধরা হবে এসব সাফল্যগাথা।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৫/মাহবুব