শোনা যায়, সত্যিকারের ভালোবাসা নাকি কখনো মরে না। ভুল বুঝে দূরে চলে গেলেও এক সময় তা আবারও কাছেই টেনে নেয়। বলিউডে এমন ঘটনাই ঘটতে চলেছে বলে খবর বেরিয়েছে। শোনা যাচ্ছে, সব ভুল বোঝাবুঝি কাটিয়ে ফের একত্রিত হতে যাচ্ছেন হৃতিক রোশন ও সুজানা খান।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন জায়গায় হৃতিক ও সুজানাকে একসঙ্গে দেখা গেছে। শুধু তাই নয়, একই সময়ে তাদের দুজনের মুখে হাসিও দেখা গেছে। এরপরই হৃতিক ও সুজানা আবারও একসঙ্গে হচ্ছেন বলে গুজব ছড়ায়। খবরে বলা হয়েছে, হৃতিক ও সুজানর মধ্যে ভালোবাসার শিখা আবারও জ্বলে উঠেছে। গুজব সত্যি হলে হৃতিক ও সুজানাই হবেন বলিউডের সবচেয়ে মিষ্টি দম্পতি যারা খুব কম সময়ে আবারও একত্রিত হলেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। দেখা যাক শেষ পর্যন্ত গুজব স্রেফ গুজবই থেকে যায় কিনা।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ