এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে বড় উদ্বোধনী আয় নিয়ে রেকর্ড গড়ল অর্জুন রামপাল, রণবির কাপুর এবং জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত 'রয়' সিনেমাটি। আক্শায় কুমারের 'বেবি'কে পেছনে ফেলে দিয়েছে এটি। মুক্তির দুদিনে এটি আয় করেছে ২১ কোটি ৫৬ লাখ রুপি। বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট করেন, ২০১৫ সালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয়ের রেকর্ড এতদিন ছিল 'বেবি'র দখলে। সিনেমাটি প্রথম দিনে আয় করে ৯ কোটি ৩ লাখ রুপি। ভিক্রামজিৎ সিং পরিচালিত রোমান্টিক থ্রিলার 'রয়' ভারতজুড়ে আড়াই হাজার পর্দায় মুক্তি পায়। 'বেবি'ও সমানসংখ্যক পর্দায় মুক্তি পেয়েছিল। 'রয়' দেখতে প্রথম দিন হলে এসেছেন শতকরা ৫০ ভাগ দর্শক। তবে মাল্টিপ্লেক্সইে বেশি ব্যবসা করছে সিনেমাটি। ভ্যালেন্টাইন্স ডেতে ভালো ব্যবসার আশা করলেও ক্রিকেট বিশ্বকাপের কারণে সিনেমাটির আয়ের গতি নিম্নমুখী হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি।