বলিউড এখন ভুগছে মারাত্মক বায়োপিক জ্বরে। যেখানে বিখ্যাত ব্যক্তিদের চরিত্রে অভিনয় করেছেন অনেক বিখ্যাত তারকা। এবার বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কপুরের মতো জ্যাকুলিন ফার্নান্দেজও চান অভিনয় করতে। আর সেই ধরনের কোন সুযোগ যদি পান তবে মাদার তেরেসার ভুমিকায় অভিনয় করতে চান তিনি। এমন ইচ্ছাই প্রকাশ করেছেন তিনি।
সদ্য মুক্তি পাওয়া 'রয়' ছবির প্রচারে এই বিষয়ে তাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে জ্যাকলিন বলেন, যদি কোনদিন কোন বায়োপিকে অভিনয় করি, তবে মাদার তেরেসার ভূমিকায় অভিনয় করবো। আর সেটা হবে দারুণ এক অভিজ্ঞতা। ওনার বিষয়ে আমি জানতে পারবো। ভারতের ইতিহাসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্র।
প্রসঙ্গত, রোমান ক্যাথলিক মাদার তেরেসা ভারতে দুস্থ মানুষদের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন। মিশনারিজ অফ চ্যারিটিজ গড়ে তুলতে কলকাতা শহরকেই বেছে নিয়েছিলেন তিনি। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৫/ রোকেয়া।