ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল 'মধুবালা'র মধুবালা চরিত্রের অভিনেত্রী ধ্রাষ্টি ধামি তার দীর্ঘদিনের প্রেমিক নীরাজ খেমকাকে বিয়ে করতে যাচ্ছেন। ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের সান অ্যান্ড স্যান্ড হোটেলে মহা ধূমধামে তাদের এ বিয়ে অনুষ্ঠিত হবে। ধ্রাষ্টির ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা আলেখ সানগাল টু্ইটারে তাদের একটি বিয়ের কার্ড পোস্ট করেছেন। তবে এ ব্যাপারে ধ্রাষ্টির তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর অ্যাবসালুট ইন্ডিয়ার
টিভি চ্যানেল কালার্সের জনপ্রিয় রিয়েলিটি শো 'ঝলক দিখলা ঝা'র ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন ধ্রাষ্টি ও নীরাজের বিয়ের অনুষ্ঠান ১৯ ফেব্রয়ারি থেকে শুরু হবে। ওইদিন ধ্রাষ্টির গায়ে হলুদ হবে। পরের দিন ২০ ফেব্রুয়ারি বিয়ের 'সংগীত' হবে। অার ২১ ফেব্রুয়ারি কেবল তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়েতে ধ্রাষ্টির কয়েকজন কলেজমেটকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ