টানা ১২ দিন মার্শাল আর্ট শিবিরে কাটিয়ে এলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। কিন্তু হঠাৎ মার্শাল আর্ট ক্যাম্পে কেন? দু'য়েকজনকে কাত করে ফেলতে যাতে কোন বেগ পেতে না হয় এজন্যই কি? ঠিক তা নয়, নতুন একটি ছবির প্রস্তুতি নিতেই এই প্রশিক্ষণ নিচ্ছেন নার্গিস। ছবিতে বেশকিছু কঠিন অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হবে তাকে। শিগগিরই নতুন ছবিটির ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।
মার্শাল আর্ট কিন্তু ভারতে শিখছেন না এ আইটেমকন্যা। এজন্য উড়ে গিয়েছিলেন থাইল্যান্ডের ফুকেটে মুয়াই থাই বুট ক্যাম্পে।
সর্বশেষ সালমান খানের সঙ্গে ‘কিক’ ছবির একটি গানে দেখা গেছে নার্গিসকে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন হলিউডের ‘স্পাই’-এ। এতে তার সহশিল্পী জুড ল, জেসন স্টেটহাম ও মেলিসা ম্যাকার্থি।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ