সংগীতশিল্পী মেহরিনের জন্য একটি গান করলেন আইয়ুব বাচ্চু। 'আমি নারী, আমি পারি' শিরোনামের গানটির কথা, সুর, সংগীতায়োজন সবই করেছেন আইয়ুব বাচ্চু নিজে। ২৫ ফেব্রুয়ারি আইয়ুব বাচ্চুর নিজস্ব স্টুডিও এ বি কিচেনে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটির প্রথম কয়েকটি লাইন হলো- 'আমিই তো মা/তোমার প্রিয়তমা/তোমারই তো বোন/তোমার বড় আপন'। গানটি সম্পর্কে আইয়ুব বাচ্চু বলেন, 'নারী দিবস উপলক্ষে গানটি করা হয়েছে। নারীরা কোনোভাবেই অবহেলার পাত্র নয়, এখানে সেই বার্তাটিই ফুটিয়ে তোলা হয়েছে। আমি সাধারণত অন্যদের জন্য গান লিখি না। এই গানটির থিম আমার ভালো লেগেছে, তাই নিজেই লিখে ফেললাম। মেহরিনও খুব ভালো গেয়েছে গানটি। আশা করি শ্রোতাদের গানটি ভালো লাগবে।'
অন্যদিকে মেহরিন বলেন, 'বাচ্চু ভাই আমার জন্য গান করেছেন যার কথা, সুর, সংগীত সবই তার। অন্যরকম এক অনুভূতি কাজ করছে আমার ভিতর। আশা করি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে। গানটি ভিডিও আকারে শিগগিরই প্রকাশিত হবে।'
ভিডিওতে মেহরিনের সঙ্গে আইয়ুব বাচ্চুও পারফর্ম করবেন।