আজ ঢাকা এফএম ৯০.৪-এ আসছেন ইমন-আয়েশা দম্পতি। নিজের ক্যারিয়ার, বর্তমান কাজ ও আগামীর ভাবনা নিয়ে কথা বলবেন ইমন। পেশায় ফ্যাশন ডিজাইনার আয়েশা ইসলামও কথা বলবেন নিজের কাজ নিয়ে।
এছাড়াও প্রথম পরিচয়, প্রেম-ভালোবাসা, বিয়ে ও সংসার নিয়ে অনেক না বলা কথা শোনাবেন ইমন-আয়েশা দম্পতি। অনুষ্ঠানটি প্রযোজনায় আছেন সাদেক সামি।