গত বছর মুক্তি পাওয়া 'এক ভিলেন' ছবির 'তেরি গোলিয়া' গানে কণ্ঠ দিয়ে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আর এবার আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে গোল্ডেন ইন্ডিয়ান মিউজিক একাডেমি অ্যাওয়ার্ডস পেলেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। গায়িকা হিসেবে এটিই তার প্রথম পুরস্কার। পুরস্কার নেওয়ার সময় শ্রদ্ধার সঙ্গে ছিলেন তার মা শিবাঙ্গি কাপুর। পুরস্কার পেয়ে দারুণ উচ্ছসিত শ্রদ্ধা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, 'ধন্যবাদ গিমা। অভিনয়ের বাইরে গানের প্রতি আমার তীব্র ভালোবাসা রয়েছে। এই ভালোবাসার জন্য স্বীকৃতি পেয়ে অনেক ভালো লাগছে।' শ্রদ্ধা আরও লিখেছেন, 'স্বপ্নের কোনো সীমা নেই।'
'রাগিনী এমএমএস ২' ছবির জনপ্রিয় 'বেবি ডল' গানের জন্য সেরা প্লেব্যাক গায়িকার পুরস্কার ঘরে তুলেছেন কণিকা কাপুর। আর 'সিটিলাইটস' ছবির 'মুসকুরানে' গানের জন্য সেরা প্লেব্যাক গায়ক নির্বাচিত হয়েছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। সেরা নবাগত সংগীতশিল্পী নির্বাচিত হয়েছেন আরমান মালিক, সুলতানা ও জ্যোতি নুরান।
'হায়দার' ছবির 'বিসমিল' গান লিখে সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন ভারতের প্রখ্যাত কবি, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গুলজার। একই ছবির জন্য সেরা আবহ সংগীত বিভাগে পুরস্কৃত হয়েছেন বিশাল ভরদ্বাজ। 'ইয়ারিয়া' ছবির জন্য সেরা চলচ্চিত্রের গানের অ্যালবামের পুরস্কার দেওয়া হয়েছে বাঙালি বংশোদ্ভূত বলিউডের সংগীত পরিচালক ও গায়ক প্রিতম চক্রবর্তীকে।