বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার মা হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আরেক অভিনেত্রী বিপাশা বসুও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন বিপাশা। খবর বলিউড লাইফের
বলিউড অভিনেতা জন আব্রাহামের সাথে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর হারমান বেওয়াজার প্রেমে পড়েন বিপাশা। তার সঙ্গে আংটি বদলের খবরও পাওয়া যায়। কিন্তু সে সম্পর্কও বেশিদিন টেকেনি। পরে ‘অ্যালোন’ সিনেমার সহ-অভিনেতা করন সিং গ্রোভারের প্রেমে পড়ার গুজব শোনা যায়।
ওই সাক্ষাৎকারে নতুন কাউকে খুঁজছেন কিনা জিজ্ঞাসা করা হলে বিপাশা বলেন, ভালোবাসার কোনো সংখ্যা নেই। আপনি এটা পরিবর্তন করতে পারবেন না। এটা যখন তখন যে কারও সঙ্গেই ঘটতে পারে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আপনাকেও ভালোবাসতে হবে।'
ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিপাশা বলেন, 'আমি বিয়ে করে সন্তান নিতে চাই। আর মনের মতো সঙ্গী খুঁজে পাওয়া মাত্রই আমি কাজটি সেরে ফেলবো।'
খুব সুন্দর একটা সন্তান চান জানিয়ে ‘জিসম’ অভিনেত্রী বলেন, 'আমি নীল চোখ ও কোঁকড়া চুলের একটি মেয়ে সন্তান চাই। কিন্তু আমি জানি না এমন একজন সঙ্গী আমি কোথায় খুঁজে পাব যার কালো চোখ এবং চীনাদের মতো চুল আছে। তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
বিডি-প্রতিদিন/ ১ মার্চ ২০১৫/শরীফ