মৃত্তিকা গুণ প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের সুযোগ্য কন্যা। লেখালেখির করেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে কাজ করছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে। ক্ষুদে গানরাজ, লাক্স চ্যানেল আই সুপারস্টার ইত্যাদি রিয়েলিটি শোতে ক্যামেরার পেছনে কাজ করেছেন। হুমায়ূন আহমেদের সঙ্গেও কাজ করেছেন মৃত্তিকা। নির্মাণ করেছেন টেলিফিল্ম। এবার তিনি কাজ করছেন চলচ্চিত্র নির্মাণে।
সরকারি অনুদানের স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘কালো মেঘের ভেলা’র পরিচালনায় থাকছেন মৃত্তিকা গুণ। নির্মলেন্দু গুণের লেখা উপন্যাস ‘কালো মেঘের ভেলা’ অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন ফারুক হোসেন।
মৃত্তিকা জানান, চলচ্চিত্র নির্মাণের জন্য আরও সময় নেয়া দরকার বলে আমি মনে করি। তাই প্রথমেই বড় নিরীক্ষা না করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে হাত দিয়েছি। বাবার লেখা আমার ভালো লাগার এ উপন্যাসটা ছোটবেলায় পড়েছি। শিশু মনস্তত্ব নিয়ে গল্পটি লেখা হয়েছে।
চলচ্চিত্রটির বেশ কিছু অংশের শ্যুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। শ্যুটিং হয়েছে বারহাট্টায়। বাকি অংশের শ্যুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। এ অংশের শ্যুটিং হবে ঢাকায়।
‘কালো মেঘের ভেলা’ চলচ্চিত্রে অভিনয় করছেন রুনা খান, মনিরা ইউসুফ মেমী, আপন, ফাহিম, গোলাম মোস্তফা, হারুনুর রশীদ প্রমুখ।
বাবা কবি গুণের কোন সাহায্য নিতে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মৃত্তিকা জানান, চিত্রনাট্য তৈরি করতে গিয়ে বাবার সাহায্য দরকার ছিলো। কিন্তু বাবা বললেন, সিনেমায় পরিচালকই সব। তার যেমন ইচ্ছা তেমন করে বানানো উচিত।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৫/ রশিদা