শুটিংয়ের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী সোনম কাপুর। পরে রক্ত পরীক্ষায় তার সোয়াইন ফ্লু ধরা পড়েছে। 'প্রেম রতন ধন পায়ো' ছবির শুটিংয়ে এ ঘটনা ঘটে। ডাক্তাররা জানিয়েছেন, তিনি সোয়াইন ফ্লু আক্রান্ত। রাজকোটের জেলা কর্মকর্তা মনীষা চন্দ্র জানিয়েছেন, সম্ভবত মুম্বাইয়ে তার ফিজিক্যাল ট্রেনারের থেকে সোয়াইন
ফ্লু-র জীবাণু সোনমের শরীরে সংক্রামিত হয়েছে। এখানে আসার পর থেকেই সোয়াইন ফ্লু-র লক্ষণ দেখা যায় তার মধ্যে। সোনমের চিকিৎসা করছেন যে চিকিৎসক, সেই ডা. চিরাগ মাতরাভাদিয়া জানিয়েছেন, সোনমকে পৃথক কেবিনে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার মা সুনীতা আজই [গতকাল] রাজকোটে এসেছেন। তিনি আগামীকালই [আজ] সোনমকে মুম্বাইয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারেন বলে একটি সূত্রের খবর। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর কমল পারিখ জানিয়েছিলেন, কয়েক দিন আগে সোনম রাজকোটে আসেন কাশি, সামান্য জ্বর নিয়েই। চিকিৎসার জন্য মুম্বাইয়ে ফিরেও গিয়েছিলেন তিনি।