জনপ্রিয় অনলাইন ফটো শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রামে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের অনুসারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। ইন্সটাগ্রামে সক্রিয় থাকার মাধ্যমে তিনি তার ভক্তদের মাঝে বিশেষ সাড়া জাগিয়েছেন। এছাড়া ‘কিক’ খ্যাত এই অভিনেত্রীর টুইটার অনুসারীর সংখ্যা ১৭ লাখেরও বেশি। খবর ইন্ডিয়া টুডে'র
২৯ বছর বয়সী এই শ্রীলংকান সুন্দরী ইন্সটাগ্রামে অনেক বেশি সক্রিয় থাকেন। আর এতে তিনি তার প্রতিদিনের কার্যক্রমের ছবি ভক্তদের জন্য শেয়ার করেন। জ্যাকুলিন তার ইন্সটাগ্রামে ছবির একটি কোলাজ পোস্ট করে লিখেছেন, “উ হু! আমার ১০ লাখ অনুসারী, তোমাদের সঙ্গে আমি এই আনন্দ উদযাপন করতে চাই। তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা।”
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৫/শরীফ