অভিনয়, নির্দেশনা, গান। নিজের ত্রয়ী সফলতাকে কিভাবে দেখেন?
হুম, সবার আগে নিজেকে অভিনেত্রী ভাবতে ভালো লাগে। অভিনেত্রী হয়েই মিডিয়াতে পথচলা শুরু আমার। এখন ছোট পর্দার নাটকে নির্দেশনা দিলেও গান থেকে অনেক দূরে। অভিনয় নিয়ে আরও অনেকটা পথ হাঁটতে চাই।
ছবির গানেও প্লেব্যাক করেছিলেন, কিন্তু নিয়মিত হননি, এ বিষয়ে কি বলবেন?
ওই যে বললাম, সবার আগে অভিনয়। তা ছাড়া গান হচ্ছে চর্চার বিষয়। একাধিক বিষয়ে একসঙ্গে মনোনিবেশ করলে কোনোটিই মান সম্মত হয় না। অভিনয়ের ব্যস্ততার কারণে গানের জন্য রেয়াজের সময় পাই না। তাই গান নিয়ে আর এগুনো হয়নি।
গানের সিডিও প্রকাশ হয়েছিল-
হ্যাঁ, আমার গাওয়া দুটো গানের সিডি প্রকাশ হয় নব্বই দশকে। বেশ সাড়াও পেয়েছি। তা ছাড়া আশির দশকে 'আমি ওস্তাদ' শিরোনামের একটি ছবিতে প্লেব্যাক করি। এতে অঞ্জু ঘোষ এই গানে লিপসিং করেন। তা ছাড়া আরও একটি ছবিতে প্লেব্যাক করেছিলাম। অভিনয় নিয়ে ব্যস্ততার কারণে আসলে গানে নিয়মিত হতে পারিনি। মাঝেমধ্যে ভাবি অভিনয় কমিয়ে দেব, কিন্তু দর্শক-নির্মাতার অনুরোধে তা আর হয়ে উঠে না।
নাটকে অভিনয় আর নির্দেশনা নিয়ে ব্যস্ততা কেমন?
হ্যাঁ, বেশ কিছু নাটকে অভিনয় করছি ও নির্দেশনা দিচ্ছি। এগুলোর মধ্যে নিজের প্রোডাকশন হাউস ডিএলডি ও বাইরের কাজ রয়েছে। নিজের হাউস থেকে এখন 'অতিথি' ও 'অনুভবে অনুক্ষণে' শিরোনামের দুটো নাটকের নির্দেশনা দিচ্ছি ও অভিনয় করছি। এগুলোতে অবশ্য আদিত্য জন আমার সঙ্গে কো-ডিরেক্টর হিসেবে কাজ করছেন। শীঘ্রই নির্দেশনা দেব মা দিবসের নাটক 'তুমিও আমার মা' এর। এতে আমার কো-ডিরেক্টর হচ্ছেন নোবেল। মানিক ভাইয়ের নতুন একটি ধারাবাহিকেও কাজ শুরু করব। তা ছাড়া বাইরের যেসব নাটকে কাজ করছি সেগুলোর মধ্যে অন্যতম- ধারাবাহিক দলছুট, প্রজাপতি, জীবনের গল্প, মায়ার খেলা প্রভৃতি। এগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।
নাটক নির্মাণে টিভি চ্যানেলগুলোর সহযোগিতা কেমন পাচ্ছেন?
নাটক নির্মাণে টিভি চ্যানেলগুলো যে বাজেট দেয় তা খুবই কম। এই অর্থ দিয়ে মানসম্মত নাটক নির্মাণ সম্ভব হয় না। ফলে দর্শক নাটকের মান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। আশা করি চ্যানেলগুলো বিষয়টি বিবেচনা করবে।
চলচ্চিত্রে ব্যস্ততা কেমন?
প্রচুর ব্যস্ততা। বেশকিছু ছবিতে কাজ শুরু করতে যাচ্ছি। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রেদোয়ান রনির 'আইসক্রিম'। আগে শুরু করা বেশ কিছু ছবির কাজ এখনো চলছে। এর মধ্যে এফআই মানিক ভাইয়ের 'দুই পৃথিবী'র কাজ আবার শুরু করব শনিবার থেকে। আরও কিছু প্রস্তাব আছে। গল্প পছন্দ হলে কাজ করব।
চলচ্চিত্র পরিচালনায় কখন আসছেন?
শিগগিরই নয়। পরিচালনা হচ্ছে ক্রিয়েটিভ কাজ। পরিচালনার ক্ষেত্রে প্রচুর পড়াশোনা দরকার। অভিনয়ের পাট যখন চুকে যাবে তখন নিজেকে স্বয়ংসম্পূর্ণ করে চলচ্চিত্র নির্মাণে আসব।
আলাউদ্দীন মাজিদ