বলিউডের হার্টথ্রব রণবীর কাপুর ফের দীপিকা পাড়ুকোনের প্রেমে পড়েছেন! এমনকি দীপিকাকে প্রেমও নিবেদন করেছেন রণবীর। তবে তা বাস্তবে নয়, মুভিতে। ইমতিয়াজ আলীর 'তামাশা' মুভির শুটিংয়ে একেবারে হাঁটু গেড়ে বসেই সাবেক প্রেমিকা দীপিকাকে প্রেম নিবেদন করেছেন রণবীর। খবর ই্ন্ডিয়া টুডে'র
বেশ কিছুদিনের প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ মুভিতে অভিনয় করেছিলেন রণবীর-দীপিকা। এরপর দীর্ঘদিন বিরতি দিয়ে 'তামাশা' মুভির মধ্য দিয়ে ফের একসঙ্গে রুপালি পর্দায় হাজির হচ্ছেন তারা।
সূত্র জানায়, 'তামাশা' মুভির শুটিংয়ের বেশ কয়েকটি ছবি তাদের ভক্তরা ইন্টারনেটে প্রকাশ করে দেয়। এ ছবিগুলোতেই দীপিকার নিকট প্রেম নিবেদন করতে দেখা যায় রণবীরকে।
উল্লেখ্য, কিছুদিন আগেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, 'তামাশা' মুভির শুটিং স্পটে যাওয়ার সময় এক বিমানে চড়তে আপত্তি তুলেছিলেন রণবীর ও দীপিকা। শুধু তাই নয়, যে হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়, দূরত্ব বজায় রাখতে হোটেলের দুটি তলায় রুম দেওয়ার অনুরোধ করেন তারা।
কিন্তু মিড-ডে ডটকম এক খবরে জানায়, রণবীর-দীপিকা একে অন্যের সঙ্গে কাছের বন্ধুর মতোই আচরণ করছেন। এমনকি ছ মুভিটিতে অভিনয়ের ফাঁকে ফাঁকে একসঙ্গে শরীরচর্চাও করছেন তারা। সূত্রটি আরো জানায়, তারা শুধু ভালো বন্ধুই নয়, একে অপরের খেয়ালও রাখেন। এমনকি যখন প্রয়োজন হয় তখন তারা কথাও বলেন।
বিডি-প্রতিদিন/ ৪ মার্চ ২০১৫/শরীফ