মল্লিকা শেরওয়াত অভিনীত 'ডার্টি পলিটিক্স' মুভি মুক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাটনা হাইকোর্ট। কিছু আপত্তিকর দৃশ্যের কারণে মুভিটি নিষিদ্ধ করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
একটি আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন। আপত্তিকর দৃশ্যগুলো বাদ না দেওয়া পর্যন্ত মুভিটি মুক্তি না দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে 'সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন'কে একটি নোটিশ দিয়েছেন আদালত।
মুভিটি মুক্তির বিরুদ্ধে আবেদন দায়েরকারী আদালতে বলেন, 'এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মল্লিকা শেরাওয়াত ভারতের জাতীয় পতাকা পরেছিলেন। এতে জাতীয় পতাকাকে অপমানিত ও অসম্মানিত করা হয়েছে।'
'ডার্টি পলিটিক্স' মুভিতে মল্লিকা ছাড়াও অভিনয় করেছেন ওমপুরী, জ্যাকি শ্রুফ, আশুতোষ রানা ও রাজপাল যাদব। কেসি বোকাডিয়া পরিচালিত এই মুভিটি ৬ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ৪ মার্চ ২০১৫/শরীফ