বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল আগে থেকেই। এবার সেই গুঞ্জনে ঘি ঢেলে দিলেন স্বয়ং সিদ্ধার্থ মালহোত্রা। তিনি জানালেন, আমাকে ও আলিয়া নিয়ে যে প্রেম কাহিনী গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে তা সত্যি হলেও হতে পারে।
বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল, বরুণ ধাওয়ানের সঙ্গে ব্রেকআপের পর ছোট ভাট কন্যা নাকি সিদ্ধার্থ মালহোত্রার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর কথা তো উঠবেই। দুপুরের লাঞ্চ থেকে শুরু করে লেট নাইট পার্টি সারাটা সময় যদি এক সঙ্গেই থাকেন নজরে তো পরবেই।
তবে শুধু তাই নয়, বছরের প্রথম দিনটিতে একান্তে সময় কাটিয়েছেন তারা। আর এসব ঘটনাই ভিত হয়ে দাঁড়িয়েছে এ রটনার। তবে এ সম্পর্কে বন্ধুত্বে মোহর দিয়েই এতদিন কাটাচ্ছিলেন এ তারকা যুগল। কিন্তু এবার মুখ খুললেন সিদ্ধার্থ।
তিনি বলেছেন, সব রটনা যে সত্যি হবে তার কোনো মানে নেই। অনেক সময় পঞ্চাশ শতাংশ ঠিক হয়, অনেক সময় পুরোটাই জল্পনা হয়।
প্রসঙ্গত, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৫/মাহবুব