আট বছর আগে দর্শকপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান তার নিজস্ব প্রযোজনা সংস্থা 'নীলাঞ্জনা' থেকে নাটক-টেলিফিল্ম নির্মাণ শুরু করেছিলেন। মাসুদ হাসান উজ্জ্বলের নির্দেশনায় 'কালো বরফ জমাট অন্ধকার' নাটকটি নির্মাণের মধ্য দিয়ে 'নীলাঞ্জনা'র যাত্রা শুরু হয়। এতে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান ও তানিয়া হোসেইন। এরপর বেশ কিছু একক ও ধারাবাহিক নাটক নির্মিত হয় এই প্রযোজনা সংস্থা থেকে। নতুন বছরে রিচির প্রযোজনা সংস্থা থেকে নতুন ধারাবাহিক নাটক 'যখন কখনো' নির্মিত হতে যাচ্ছে। নাটকটি রচনা করেছেন সোহান খান। নির্দেশনা দিবেন রহমতুল্লাহ তুহিন। এবারই প্রথম রহমতুল্লাহ তুহিন রিচির প্রযোজনা সংস্থা থেকে নাটক নির্মাণ করতে যাচ্ছেন। রহমতুল্লাহ তুহিন প্রসঙ্গে রিচি বলেন, 'তুহিন ভাই একজন সৎ মানুষ, পাশাপাশি একজ মেধাবী নির্মাতা। তাই অনেক ভেবে-চিন্তে তাকে দিয়ে আমার নতুন ধারাবাহিক নাটকটি নির্মাণ করতে যাচ্ছি।' কিন্তু আপনার প্রযোজিত নাটকগুলোতে এখন আর আপনাকে দেখা যায় না কেন? এমন প্রশ্নের জবাবে রিচি বলেন, 'সত্যি বলতে কি অভিনয় ও প্রযোজনা'র আনুষঙ্গিক নানা বিষয়ের চাপ এখন আর নিতে পারি না। যখন অন্যের প্রযোজনায়-পরিচালনায় কাজ করি তখন শুধুই অভিনয়ে মনোযোগ দিতে পারি। কিন্তু নিজের প্রযোজনায় কাজ করতে গেলে অভিনয়ে পূর্ণাঙ্গ মনোযোগ দেওয়া যায় না। তাই এখন আর কাজ না।' রিচি জানান বর্তমানে তার নতুন ধারাবাহিক নাটকের শিল্পী নির্বাচনের কাজ চলছে। চলতি মাসেই ধারাবাহিক 'যখন কখনো'র শুটিং শুরু হবে।
এদিকে অভিনয় নিয়েও তুমুল ব্যস্ত রিচি। প্রযোজনার ধকল সয়ে অভিনয় করতে হচ্ছে। কারণ তার প্রথম ভালোবাসা অবশ্যই অভিনয়। রিচি বলেন, 'আমি প্রথমে অভিনেত্রী, তারপর অন্যকিছু। অভিনয় করছি নিয়মিতই। সামনে ঈদ। তাই ব্যস্ততাও বাড়ছে।'