সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনম কাপুর। এ নিয়ে ভক্তরাও উদ্বিগ্ন। কিন্তু সোনমের মুখপাত্র জানিয়েছেন, সোনম বর্তমানে ভালো আছেন। চিন্তার কোনো কারণ নেই। সে এখন অনেকটাই সুস্থ। সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে।
বর্তমানে সোনম মুম্বাইয়ের একটি হাসপাতালে রয়েছেন। দ্রুত সেরে উঠছেন তিনি। আশা করা হচ্ছে, শিগগিরই তিনি কাজে ফিরতে পারবেন। ভালোবাসা ও সহমর্মিতা দেখানোর জন্য সোনমের সব সহকর্মী ও ভক্তকে ধন্যবাদ জানিয়েছে তার পরিবার।
গত ফেব্রুয়ারির শুরুর দিকে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৯ বছর বয়সী সোনম কাপুর। পরে কিছুটা সুস্থ হয়ে প্রেম রতন ধন পাও ছবির শুটিং শুরু করেন। রাজকোটে সালমান খানের সঙ্গে ছবিটির শুটিং করার সময় আবার অসুস্থ হয়ে পড়েন সোনম। তিন দিন জ্বরে ভোগার পর গত শনিবার তাকে রাজকোটের স্টারলিং হাসপাতালে ভর্তি করা হয়।
স্বাস্থ্য পরীক্ষায় সোয়াইন ফ্লু ধরা পড়ার পর সোনমকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজকোট থেকে মুম্বাই নিয়ে যাওয়া হয়। সেখানে অন্তত পাঁচ দিন চিকিৎসা নিতে হবে তাকে। চিকিৎসা শেষে সেরে উঠলে আরও চার থেকে পাঁচ দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে।