রুপালি পর্দার তারকাদের সম্পর্ক বিচ্ছেদের পর পরই আবারও সম্পর্কে জড়াতে শুনা যায়। হলিউড অভিনেতা রবার্ট প্যাটিসন এ ক্ষেত্রে ব্যতিক্রম নন। হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে বিচ্ছেদের পর ব্রিটিশ গায়িকা এফএএফ টুইগসের সঙ্গে সম্পর্কে জড়ান ‘টুইলাইট’ তারকা রবার্ট প্যাটিসন।
এবার এই সম্পর্কে নাকি আরও একধাপ এগিয়ে নিতে টুইগসকে আংটি পরিয়েছেন প্যাটিসন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সী অভিনেতা প্যাটিসন গায়িকা টুইগসকে একটি প্রতিশ্রুতি আংটি দিয়েছেন। আর এটি পেয়ে টুইগসও খুবই আনন্দিত বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
প্যাটিসন ও টুইগসকে প্রথম একসঙ্গে দেখা যায় গত বছরের সেপ্টম্বর মাসে। সেখান থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন। এরপর তার কাছের বন্ধুরা তাদের সম্পর্কের কথা প্রকাশ করে।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৫/মাহবুব