দোল মানেই রং। দোল মানেই ভাং। নেশায় বুঁদ হয়ে রং খেলতে অনেকেই পছন্দ করেন। কিন্তু রং খেলতে ভালোবাসলেও ভাং খেতে পছন্দ করেন না পাওলি দাম। জীবনে একবারই নাকি ভাং খেয়েছিলেন এ অভিনেত্রী। সেই অভিজ্ঞতা সুখকর ছিল না বলেই দোলে ভাং অপছন্দ করেন তিনি।
পাওলি জানিয়েছেন, শান্তিনিকেতনে দোল খেলতে গিয়ে একবার খুব অল্প পরিমাণে ভাং খেয়েছিলাম। সঙ্গে বন্ধুরা ছিল। তারপর হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাই। একসময় আমাদের খেয়াল হয় যে, আমাদের মধ্যে একজন নেই। অনেক খোঁজার পর দেখতে পাই বন্ধুটি ম্যানহোলে পড়ে আছে। অনেক কষ্টে তাকে সেখান থেকে বের করি। তারপর থেকে দোলে ভাং থেকে দূরে থাকি। তবে এবারের দোল উৎসবে জমিয়ে রং খেলবেন পাওলি দাম।
বিডি-প্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৫/ রশিদা