মায়ের পদাঙ্ক অনুসরণ করে অপর্ণা সেন-কন্যা কঙ্কনা ছবি পরিচালনা করবেন। তার ঘনিষ্ঠ মহলে তিনি এ রকমই জানিয়েছেন। কঙ্কনা এ পর্যন্ত মায়ের সাম্প্রতিক সময়ের সব ছবিতেই অভিনয় করেছেন। ফলে ছবি পরিচালনার কাজটি খুব কাছে থেকে দেখেছেন। এ জন্য ছবি পরিচালনার ব্যাপারে তিনি বেশ আত্দবিশ্বাসী। আর গাইড হিসেবে যে মা অপর্ণা পাশে থাকবেন সেটা সবাই জানেন।
তবে কঙ্কনা যে ছবিটি করার কথা ভাবছেন সেটির গল্পও তার নিজের লেখা এবং চিত্রনাট্যও নিজেই লিখছেন। ছবি পরিচালনায় যাতে বিশেষ মনোযোগী হওয়া যায় সে জন্য নিজে ছবিতে অভিনয় করবেন না বলেই ঠিক করেছেন। তবে সবকিছুই চলছে কঠোর গোপনীয়তার মধ্যে। কবে নাগাদ কঙ্কনা ছবি তৈরিতে হাত দেবেন সে ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি। তবে পূর্ণদৈর্ঘ্য ছবি করার আগে একটি ডকু ছবি করে হাত পাকাতে চেয়েছিলেন তিনি। কিন্তু এখন সেই ভাবনা বাদ দিয়ে পূর্ণদৈর্ঘ্য ছবি পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন পুরোদমে।