বলিউড বাদশা শাহরুখ খানকে এতদিন ভক্তরা বিভিন্নভাবে দেখেছে। কখনো তিনি পাগল প্রেমিক, কখনো কলেজের হার্টথ্রব, আবার অনেক সময় কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন। এবার ছোটপর্দার শো 'ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌনে'তে শাহরুখকে দেখা যাবে শাড়ি পরা অবস্থায়। তাকে শাড়িটি পরতে সাহায্য করেছে এক দল মহিলা ব্রিগেড। অাঁচল থেকে শাড়ির কুঁচি, সবকিছু ঠিক জায়গায় ঠিকভাবে পরিয়ে দেওয়া হয়েছে। এর আগে শাহরুখকে শাড়ি পরতে দেখা গিয়েছিল 'চেন্নাই এক্সপ্রেসে'র প্রচারে। তবে শোনা যাচ্ছে এবার তিনি শাড়িটি পরেছেন অন্য এক বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তিনি মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাসী এবং এভাবেই মহিলাদের সমর্থন ও সম্মান জানাতে চেয়েছেন বাদশা।