সিনেমার পর্দায় দর্শকদের মন জয় করতে কত কিছুই না করতে হয়। যেমন-প্রেমিকার জন্য কখনও পাগল প্রেমিক আবার কখনও প্রতিশোধ স্পৃহায় বিশ্বাসঘাতক প্রেমিক। কখনো কলেজের হার্টথ্রব থেকে শুরু করে কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন। কিন্তু এই প্রথমবার অদ্ভুত কিছু করে দেখালেন তা আবার অভিনয়ের জন্য নয়, নারীদের সম্মান ও সমর্থন করতে শাড়ি পরলেন বলিউডের কিং খান।
সম্প্রতি শুরু হওয়া টেলি শো ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন’-এ হোস্টের ভূমিকায় রয়েছেন শাহরুখ। আর চলতি এপিসোডের একটিতে শাড়ি পরতে দেখা যাবে নায়কে।
সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এমনই ছবি। যেখানে শাহরুখকে শাড়িটি পরতে সাহায্যও করেছে একদল মহিলা। আঁচল থেকে শাড়ির কুঁচি সবকিছু পরিপাটি করে পরেছেন শাহরুখ। জানা গেছে, শাড়ির আড়ালে তিনি অন্যরকমের র্বাতা দিয়েছেন ফ্যানদের। আসলে তিনি নারী ক্ষমতায়নে বিশ্বাসী এবং এভাবেই মহিলাদের সমর্থন ও সম্মান জানাতে চেয়েছেন শাহরুখ।
প্রসঙ্গত, এর আগে শাহরুখকে শাড়ি পরতে দেখা গিয়েছিল ‘চেন্নাই এক্সপ্রেসে’র প্রচারে।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৫/মাহবুব