'রামলীলা' মুভিতে ভারী লেহেঙ্গা পরে আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর এবার আরেক অভিনেত্রী কারিনা কাপুর। মুক্তির অপেক্ষায় থাকা একটি 'কি অ্যান্ড কার' গানে ৩২ কেজি ওজনের লেহেঙ্গা পরতে দেখা যাবে সাইফ বধূকে। লেহেঙ্গাটি তৈরি করেছেন কারিনার প্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রা।
সম্প্রতি ভারি লেহেঙ্গা পরে দু'দিনের শুটিংও সেরে ফেলেছেন কারিনা। সুপার নেট আর জরির অসাধারণ কম্বিনেশনে একটা আলাদা গ্ল্যামার রয়েছে লেহেঙ্গাটিতে। ভারী কাপড়ে তাকে কেমন দেখায় তা দেখার অপেক্ষায় সিনেমা ও কারিনা ভক্তরা।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৫/শরীফ