সময় খুব বেশি যায়নি। গত বছরই অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে বিয়ে হয় সালমান খানের 'রাখি বোন' শ্বেতা রোহিরার। এরইমধ্যে ভাঙনের সুর দেখা দিয়েছে তাদের সংসারে। স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না অনেক দিন ধরেই শ্বেতার। অভিযোগ উঠেছে মারধর করারও। তাই পুলকিতকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিয়েছেন শ্বেতা।
বিয়েতে শ্বেতাকে সম্প্রদান করেন সালমান নিজে। বলাবলি আছে সালমানের কল্যাণে বলিউডের পেছনের সারি থেকে ক্রমেই সামনের দিকে এগিয়ে আসতে থাকেন পুলকিত। ঝুলিতে সুপারহিট সিনেমা না থাকলেও বিগ ব্যানারের সিনেমা আসতে থাকে তার কাছে। কিন্তু পুলকিতের সুখ বুঝি বেশি দিন সইল না। নিন্দুকের কথামতো, সালমানকে যে একবার রাগায়, বলিউডে তার ক্যারিয়ার বালির বাঁধের মতো ধ্বসে যায়। আর বোনের গায়ে হাত তুললে দাবাং খান কী মুখ বুজে মেনে নেবেন? যদিও ডিভোর্সের কথা এখনো মিডিয়ার সামনে স্বীকার করেননি শ্বেতা ও পুলকিত।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৫/ এস আহমেদ