বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর তৃতীয় আসরে দর্শকদের উজ্জীবিত করতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে থাকবেন আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। একইসঙ্গে তার সঙ্গে দেখা যাবে চিত্রনায়কের স্ত্রী অভিনেত্রী বর্ষাকে। এরই মধ্যে তিনি দলটির শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।
এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে চুক্তি হয়েছে। বিপিএলে আমি দলটির শুভেচ্ছা দূত হিসেবে খেলোয়ার, দর্শক সবাই উজ্জীবিত করার মিশন শুরু করতে যাচ্ছি। আমরা মাঠে থাকবো দর্শকের সঙ্গে। আশা করি এবারের বিপিএলে আমার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সই জয়ী হবে।’
এদিকে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য থিম সং তৈরি হয়েছে। ফুয়াদের সঙ্গীতায়োজনে থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিলা।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৫/মাহবুব