'স্পেকটর’ পারেনি। কিন্তু ‘হেট স্টোরি ৩’ পারল। সেন্সর বোর্ডের মার্কশিটে পাশ নম্বর পেল ‘হেট স্টোরি ৩’। অথচ অন্তরঙ্গ দৃশ্যের কারণে প্রথম থেকেই বিতর্কে থেকেছে এই ছবিটি।
সম্প্রতি চুম্বনের দৈর্ঘ্যের কারণে ‘স্পেকটর’-এ কাঁচি চালায় ভারতীয় সেন্সর বোর্ড। তা নিয়ে বেশ বিতর্কও তৈরি হয় নানা মহলে। কিন্তু ওই একই ইস্যুতে ছাড়পত্র পেল ‘হেট স্টোরি ৩’।
ছবিতে শারমন যোশী, জেরিন খানের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরিচালক এবং কলাকুশলীরা। আদৌ তা সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে কিনা। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ছবিটিকে মুক্তির ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। এ খবরে রীতিমতো উচ্ছ্বসিত অভিনেতারা।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব