২০১২ সালে ‘গ্যাংনাম স্টাইল’ দিয়ে বিশ্বব্যাপী অলোচনায় আসেন পপ গায়ক সাই। 'ড্যাডি' নামের তাঁর নতুন গানের মাধ্যমে আবারো বিশ্ববাসীকে নিজের সৃজনশীলতা জানান দিতে চলেছেন তিনি। গত সোমবার ৩৭ বছর বয়সী এই কোরিয়ান গায়কের অদ্ভুত মন মাতানো মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে।
ওই ভিডিওটিতে একাই তিনটি আলাদা চরিত্রে রূপদান করেছেন সাই। গানের মধ্যে তাকে শিশু, বাবা ও দাদার ভূমিকায় দেখা গিয়েছে।
গ্যাংনাম স্টাইলের মতো এই গানটিও খুব সহজেই তাঁর ভক্তদের মন জয় করবে বলে মনে করছেন সাই। তিনি মনে করেন, গানের ভিডিওটিও যথেষ্ট মজার। একই ফ্রেমে অনেকগুলো একের পর এক মজার ঘটনা দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হবে।
যদিও খুবই সাধারণভাবেই শুরু হয় মিউজিক ভিডিওটি। সাইয়ের বাচ্চার জন্মের গতানুগতিক দৃশ্য দিয়ে শুরু হলেও ব্যাপারটি জমে ওঠে যখন বাচ্চাটির মুখ দেখানো হয়। অবিকল সাইয়ের চেহারায় শিশুটি গেয়ে ওঠে, ‘আমি এটি আমার বাবার কাছ থেকে পেয়েছি’!
এরপর দেখানো হয় শিশুটির বেড়ে ওঠা। শিশু অবস্থাতেই সে তাঁর অভিনব নাচের ভঙ্গির সাহায্যে স্কুলে সহপাঠী মেয়েদের পাশাপাশি তাঁর মেয়ে টিচারদের মনোযোগ কাড়তে থাকে। গানের মধ্যে সব চাইতে মজাদার ব্যপার ছিল একইসাথে পরিবারের তিন প্রজন্মের ভূমিকায় সাইকে একসাথে খেতে, নাচতে, বসে থাকতে দেখতে পাওয়া।
উল্লেখ্য, ২০১২ সালে তাঁর বিখ্যাত ‘গ্যাংনাম স্টাইল’ ভিডিওটি সেই সময়ে ইউটিউবে সবচেয়ে বেশি বার দেখা ভিডিও ছিল। তাঁর আশা আসন্ন সাত নম্বর অ্যালবামের এই গানটি তেমনই জনপ্রিয়তা পাবে, তিন বছর আগের গানটি যেমনভাবে তাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিলো।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব