দীর্ঘ এক যুগ পর ফের রূপালী পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন কারিনা এবং ঋত্বিক। এইবারও ঘরোয়া ছবি অর্থাৎ বাবা রাকেশ রোশনের প্রযোজনায় তৈরি করা হচ্ছে এই ছবিটিকে। ছবিটির পরিচালনা করবেন সঞ্জয় গুপ্ত।
২০০১ সালে সুভাষ ঘাইয়ের ছবি 'ইয়াদে'তে প্রথম জুটি বাঁধতে দেখা গিয়েছিল কারিনা কাপূর খান এবং ঋত্বিক রোশনকে। এরপর একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। তবে ২০০৩ সালে 'ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ'তে শেষ অভিনয় করেছিলেন তাঁরা। এরপর কেটে গিয়েছে ১২টা বছর। তারপর আবার একসঙ্গে দেখা মিলবে তাঁদের।
এই ফিল্মে ঋত্বিককে কুমির এবং বাঘের পরিণত হতে দেখা যাবে। যেখানে প্রথমে প্রেমের গল্প থাকলেও পরে প্রতিশোধ নেওয়ার গল্প দেখতে পাওয়া যাবে। আশুতোষ গোয়ালিকরের 'মহেঞ্জোদরো' রিমেক করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন