কাজ, কাজ আর কাজ! হাতে দুটি ছবির পাশাপাশি রয়েছে বিজ্ঞাপনের কাজ। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনের শ্যুটিংও করতে হচ্ছে। তাই ব্যস্ত শিডিউলের কারণে একটানা ৭২ ঘণ্টা কাজ করেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর!
আপাতত ‘বাগী’ আর ‘রক অন টু’-এই দুটি ছবিতে কাজ করছেন শ্রদ্ধা। ব্যাঙ্ককে ‘বাগী’-র কাজ চলছে। আবার একটি ব্র্যান্ডের প্রচারের জন্য তাঁর সংবাদ সম্মেলনও করার কথা। সেজন্য ব্যাঙ্ককে সারারাত শ্যুটিং করে মুম্বাইয়ের বিমান ধরেন নায়িকা।
সূত্রের খবর, শ্রদ্ধা মাত্র কয়েকটি ঘণ্টার জন্য মুম্বাই আসেন। সেখানে ব্র্যান্ডের জন্য সাংবাদ সম্মেলন করেন। তারপর দুটি মিটিং করেন। আবার ব্যাঙ্ককের বিমান ধরেন যাতে ছবির কাজ থমকে না যায়।
অভিনেত্রীর মুখপাত্র এ খবর সমর্থন করে বলেছেন, শ্রদ্ধা নিজের ব্র্যান্ডের প্রতি পুরোপুরি দায়বদ্ধ। সেজন্য মাত্র দুই ঘণ্টার জন্য মুম্বাই এসেছিলেন। কাজ সেরে আবারও শ্যুটিংয়ের জন্য ফিরে গিয়েছেন ব্যাঙ্ককে।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব