'অসহিষ্ণুতা' ইস্যুতে তোলপাড় গোটা ভারত। সম্প্রতি আমির খানের অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য নিয়ে সরাসরি দ্বিধা বিভক্ত হয়ে যায় বলিউড। ঠিক এরকম সময়ে সানি লিওন জানালেন, বেশ কয়েক বছর এদেশের স্থায়ী বাসিন্দা তিনি। কিন্তু একদিনও কোনোরকম বৈষম্য বা অসহিষ্ণুতার মুখোমুখি হতে হয়নি তাকে। বরং এ দেশ তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে।
সানির মন্তব্য নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। নিন্দুকেরা বলছে, সেন্সর বোর্ডের চাপে নাভিশ্বাস উঠছে সানির নতুন ছবি মস্তিজাদের। আর বর্তমান সেন্সর বোর্ড প্রধানের সঙ্গে কেন্দ্রের সখ্য এখন ওপেন সিক্রেট। মস্তিজাদের মুক্তির পথ মসৃণ করতেই নাকি সোচ্চার হয়েছেন একসময়কার পর্নস্টার সানি লিওন!
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর, ২০১৫/ রশিদা