বলিউড অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি অভিনেত্রী বিপাশা বসু। অথচ বছর দু'য়েক ধরে জোরালোভাবে করণের সঙ্গে প্রেম করছেন তিনি। প্রেমিকের সঙ্গে নতুন বছর উদযাপনের ছবিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে পোস্ট করে যাচ্ছেন। এ থেকে অাঁচ করা যাচ্ছিল যে এবার হয়তো করণের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন বিপাশা। অবশেষে তাই ঘটতে যাচ্ছে।
৭ জানুয়ারি বিপাশা তার ৩৭তম জন্মদিন উদযাপন করবেন। এদিনই বিপাশা-করণ প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে 'মিড ডে' তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। অভিনেতা করণও বান্ধবীর জন্মদিন উদযাপনের পরিকল্পনা ইতোমধ্যে সেরে ফেলেছেন বলে খবরে বলা হয়েছে। বিপাশা সাধারণত তার জন্মদিনেই বেশি করে খেতে পছন্দ করেন। তাই হয়তো বান্ধবীর জন্য এ সংক্রান্ত কোনো পরিকল্পনাই করছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/৩ জানুয়ারি ২০১৬/শরীফ