বহুল আলোচিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্র জনমানুষের সামনে দেখানোর মতো নয় বলে মত দিয়েছে সরকারের সেন্সর আপিল কমিটি। এ কারণে সেন্সরশিপ আইন অনুযায়ী ছবিটি দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে তা বাতিল করেছে সরকার।
ছবিটি কেউ প্রদর্শন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার।
আজ মঙ্গলবার বিকেলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, ‘শামীমা আক্তার প্রযোজিত ‘রানা প্লাজা’ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর আপিল কমিটি জনসমক্ষে প্রদর্শনের উপযোগী নয় বলে বিবেচিত হওয়ায় চলচ্চিত্র সেন্সরশিপ আইন-১৯৬৩ অনুযায়ী বাংলাদেশে চলচ্চিত্রটি সেন্সর সনদবিহীন ঘোষণা করা হয়েছে।’
সেন্সর সনদপত্রবিহীন ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি দেশের কোথাও প্রদর্শিত হলে ছবি বাজেয়াফতসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন