মুক্তির মাত্র একমাসের মধ্যে বক্স অফিসের শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে ‘স্টার ওয়ার্স: দি ফোর্স এ্যাওয়েকেনস’। যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া সবচে' ব্যবসা সফল চলচ্চিত্রের জায়গা পেয়েছে মুভিটি । খবর বিবিসি বাংলা।
চলচ্চিত্রটির পরিবেশক প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি স্টুডিও জানিয়েছে, এর আগে শীর্ষে থাকা 'অ্যাভাটারকে' হটিয়ে এখন আমেরিকায় সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রে খাতায় নাম লিখিয়েছে 'স্টার ওয়ার্স'। একমাসের মাথায় স্টার ওয়ার্সের আয় হয়েছে ৭৬০ মিলিয়ন ডলার। ছবিটি সবচেয়ে দ্রুত এক বিলিয়ন ডলার আয় করা চলচ্চিত্রের তালিকায়ও নাম লিখিয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা