শ্যুটিং করতে গিয়ে পাঁজরে চোট পেলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। কলকাতায় ‘তিন’ ছবির এর শ্যুটিং-এর সময়েই পাঁজরে চোট লাগে বিগ বি’র। নিশ্বাস নেওয়ার সময় ব্যথা লাগছে। ব্যথা কমাতে খাচ্ছেন পেইন কিলার, লাগাচ্ছেন আইস প্যাক। তবে এনিয়ে উদ্বেগের কিছু নেই বলে বৃহস্পতিবার সকালে নিজের ব্লগে লেখেন ‘চিন্তা করার কিছু নেই...আমার পাঁজরে চোট লেগেছে। নিশ্বাস নেওয়ার সময়ই ব্যথাটা অনুভব করছি। আইস-প্যাক লাগাচ্ছি এবং পেইন কিলার খাচ্ছি। চিকিৎসকের সঙ্গে কথা বলেছি...তারা জানিয়েছেন ব্যথা কমাতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে। তাতেও যদি ব্যথা না কমে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এক্সরে অথবা এমআরই করতে হবে’।
তবে আঘাত নিয়েই ‘ওয়াজির’ ছবির প্রোমোশন চালিয়ে যাচ্ছেন ৭৩-এর অমিতাভ। শুক্রবারই বিজয় নাম্বিয়ার পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা