বলিউডের 'ড্রিম গার্ল' হেমামালিনী মজেছেন ভজনে। চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে দেখেছে দর্শক। এরপর তিনি হয়েছেন সংসদ সদস্য। এবার তিনি আত্মপ্রকাশ করেছেন নতুন এক পরিচয়ে। সম্প্রতি ভজন গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি।
খুব শিগগিরই হেমামালিনীর গাওয়া ভজনের একটি অ্যালবাম প্রকাশ পাবে। সেই অ্যালবামের একটি গান তিনি রেকর্ড করলেন লতা মঙ্গেশকরের স্টুডিওতে। ভজনটি লিখেছেন নারায়ণ আগরওয়াল। সঙ্গীতায়োজনে ছিলেন বিবেক প্রকাশ। গানগুলি কম্পোজ করেছেন পণ্ডিত যশরাজ।
হেমামালিনী বলেন, ‘কখনও ভাবিনি আমার মধ্যে এই প্রতিভাও আছে। আমি নিজেকে নতুন করে আবিষ্কার করছি। গান গাওয়ার অভিজ্ঞতা অসাধারণ ছিল। আমি আমার নতুন অবতার উপভোগ করছি’।
অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জিতেছেন, আজও 'ড্রিমগার্ল' হিসেবে রয়ে গেছেন তিনি। এবার ভজন দিয়ে কতোটা মুগ্ধ বা নিরাশ করবেন সেটার অপেক্ষায় আছেন সকলে।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা