বান্ধবীর প্রেমিককে মনে ধরেছে হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সের। তবে এ ধরণের ক্ষেত্রে সবাই সাধারণত মনের কথা মনেই চেপে রাখে। কারণ বান্ধবী জানতে পারলে কষ্ট পাবে। সম্পর্কটাও ভেঙে যাবে। কিন্তু জেনিফার কিন্তু ঠিক তার উল্টোটাই করছেন। তার কাছে এ নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি বলে দিচ্ছেন- ''হি ইজ হট!''
এ বিষয়ের কারণে বেশ কিছুদিন ধরেই হলিউডের স্ট্যান্ড-আপ কমেডিয়ান এমি শুমার মার্কিন মুলুকের সংবাদপত্রগুলোর শিরোনামে রয়েছেন। গুঞ্জন উঠেছে এমির কাছ থেকে তাঁর নতুন প্রেমিক বেন হ্যানিশ্যাককে কেড়ে নিতে চাইছেন জেনিফার। কারণ তিনি মিডিয়ার সামনে বেনকে নিয়ে এমন বক্তব্য দিচ্ছেন তাতে ভাঙা-গড়ার বিষয়টি শুধু সময়ের অপেক্ষা।
জেনিফারের কথায়, ''বেন এক কথায় অসাধারণ! ওর উষ্ণতা মন ছুঁয়ে যায়। যেদিন বেনকে প্রথমবার দেখেছিলাম, আমার একটাই অভিব্যক্তি ছিল... উফ্!''
এ তো গেল জেনিফারের বয়ান! কিন্তু প্রিয় বান্ধবীর কাছ থেকে প্রেমিকের এহেন প্রশংসা পেয়ে এমি কী বলছেন? যদিও সে খবর এখনই জানা যায়নি, তবে এমির মধ্যে নাকি জেনিফার সম্পর্কে ইতিবাচক মনোভাব দেখা গেছে। তাহলে কি বেন প্রেমিকা বদলাতে যাচ্ছেন? উত্তর পেতে হয়তি কিছুদিন অপেক্ষা করতেই হবে।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৬/এস আহমেদ