শুক্রবার (১৫ জানুয়ারি) মুম্বাইয়ের বল্লবভাই প্যাটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ৬১তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। ফিল্মফেয়ারকে বলা হয় বলিউডের অস্কার। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা গুলো থেকে নির্বাচিত সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে রাজত্ব করলো 'বাজিরাও মাস্তানি'। সামনের সারির প্রায় সব শাখায় এ ছবির জয়জয়কার। সেরা চলচ্চিত্রসহ এটি জিতেছে সর্বাধিক ৯টি পুরস্কার।
বাজিরাও চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য রণবীর সিং সেরা অভিনেতা আর সঞ্জয়লীলা বানসালি হয়েছেন সেরা পরিচালক। এ ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সেরা অভিনেত্রীর পুরস্কার বাগিয়ে নিয়েছেন, তবে সেটা অবশ্য 'পিকু'র জন্য। কাশিবাঈ চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ষষ্ঠবারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। এবারের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান করা হয় বালিকা বধূ খ্যাত কালজয়ী অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জিকে। আরমান মালিক পেয়েছেন আর ডি বর্মন অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বলিউড কিং শাহরুখ খান এবং কমেডিয়ান কপিল শর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রেখা, সালমান খান, করণ জোহর, মাধুরী দীক্ষিত, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুন ধাওয়ান, অনিল কাপুর, সোনম কাপুর, আয়ুষমান খুরানা, পরিচালক কবির খান, সঞ্জয় লীলা বানসালি, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ বলিউডের প্রথম সারির সব অভিনয় শিল্পীরা।
উপস্থাপনার পাশাপাশি পারফর্মও করেন শাহরুখ। মাধুরী দীক্ষিতের সঙ্গেও গানের তালে পা মিলিযেছেন তিনি। এছাড়া পারফর্ম করেছেন সুপারস্টার সালমান খান। পারফর্ম করেছেন আলিয়া ভাট।
চলুন জেনে নেওয়া যাক এবারের ফিল্মফেয়ার বিজয়ীদের নাম।
সেরা চলচ্চিত্র : বাজিরাও মাস্তানি
সেরা অভিনেতা : রণবীর সিং, বাজিরাও মাস্তানি
সেরা অভিনেত্রী : দীপিকা পাড়ুকোন, পিকু
সেরা পরিচালক : সঞ্জয় লীলা বানসালি, বাজিরাও মাস্তানি
সেরা চলচ্চিত্র (সমালোচক) : পিকু
সেরা অভিনেতা (সমালোচক) : অমিতাভ বচ্চন, পিকু
সেরা অভিনেত্রী (সমালোচক) : কঙ্গনা রাণৌত, তানু ওয়েডস মানু রিটার্নস
সেরা পার্শ্ব অভিনেতা : অনিল কাপুর,দিল ধারাকনে দো
সেরা পার্শ্ব অভিনেত্রী : প্রিয়াঙ্কা চোপড়া, বাজিরাও মাস্তানি
সেরা অভিষেক অভিনেতা : সুরাজ পাঞ্চোলি, হিরো
সেরা অভিষেক অভিনেত্রী : ভূমি পেডনেকার, দম লাগাকে হ্যায়শা
সেরা অভিষেক পরিচালক : নীরাজ ঘায়ওয়ান, মাসান
সেরা সংলাপ : হিমাংশু শর্মা, তানু ওয়েডস মানু রিটার্নস
সেরা গল্প : বিজয়েন্দ্রপ্রসাদ প্রসাদ, বাজরাঙ্গি ভাইজান
সেরা চিত্রনাট্য : জুহি চতুর্বেদী, পিকু
সেরা সংগীত পরিচালক : আঙ্কিত তিওয়ারি, মিত ব্রোস আঞ্জন এবং আমাল মালিক; রয়
সেরা গীতিকার : ইরশাদ কামিল, আগার তুম সাথ হো, তামাশা
সেরা প্লেব্যাক গায়ক : অরিজিৎ সিং, সুরাজ ডুবা হ্যায়, রয়
সেরা প্লেব্যাক গায়িকা : শ্রেয়া ঘোষাল, দেওয়ানি মাস্তানি (বাজিরাও মাস্তানি)
সেরা সাউন্ড ডিজাইন : সাজিথ কয়েরি, তলোয়ার
সেরা কস্টিউম ডিজাইন : আঞ্জু মোদি এবং ম্যাক্সিমা বসু, বাজিরাও মাস্তানি
সেরা কোরিওগ্রাফি : পন্ডিত বির্জু মহারাজ, মহে রাঙ দো লাল ; বাজিরাও মাস্তানি
সেরা সিনেমাটোগ্রাফি : মানু আনন্দ, দম লাগাকে হ্যায়শা
সেরা অ্যাকশন : শ্যাম কুশাল, বাজিরাও মাস্তানি
সেরা আবহসংগীত : অনপম রয়, পিকু
সেরা ভিএফএক্স অ্যাওয়ার্ড : বম্বে ভেলভেট
সেরা প্রোডাকশন ডিজাইন অ্যাওয়ার্ড : সুজিত সাউয়ান্ত, শ্রীরাম আয়েনগার এবং সালোনি ধাত্রাক, বাজিরাও মাস্তানি
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ