সত্তর বয়স বয়সেই সাত পাকে বাঁধা পড়লেন কবীর বেদী। নিজের ৭০তম জন্মদিনে গতকাল অভ্যাগতদের অবাক করে দীর্ঘদিনের সঙ্গী পারভীন দুষণজের [৪২ বছর] সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা জানান তিনি।
জন্মদিনের দাওয়াতে হাজির হয়েছিলেন অতিথিরা। অথচ তাদেরকে আবাক করে বিয়ের অনুষ্ঠানে পরিণত করলেন জন্মদিনকে। অবশ্য প্রায় ৯ বছর ধরে পারভীনের সঙ্গেই থাকেন কবীর। কিন্তু আনুষ্ঠানিক এতদিন গাঁটছড়াটা আর বেঁধে ওঠা হয়নি। অবশেষে খামতিপূরণের জন্য নিজের ৭০তম জন্মদিনকেই বেছে নিলেন। রীতিমতো গুরুদ্বারে আশীর্বাদ নিয়ে গত শুক্রবার সাত পাকে বাঁধা পড়েন দু'জন। ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের কাছের মানুষরা। শনিবার ছিল তার জন্মদিন। আখেরে তা হয়ে দাঁড়ায় বিয়ে উদযাপনের পার্টি।
এর আগেও তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা কবীর। কবীর কন্যা পূজা বেদী অবশ্য এ বিয়েতে হাজির ছিলেন না। তবে উপস্থিত ছিলেন কবীরের ছেলে অ্যাডাম। এছাড়া পরিবারের অন্যরাও মাতলেন সত্তরের জন্মদিনে কবীরের নতুন করে সাত পাকে বাঁধার সেলিব্রেশনে। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৬/শরীফ