এমনিতেই কঙ্গনার সঙ্গে কাজ করতে অনেক অভিনেতারই খানিক আপত্তি আছে বলে শোনা যায়। তিন খানই এই তালিকায় আছেন। কঙ্গনার কোনও এক সময়ের রূঢ় বক্তব্যে চটেছিলেন তাঁরা। এবার কঙ্গনাকে না করে দিলেন হৃতিক।
স্পষ্ট কথায় কষ্ট নেই! হৃতিক রোশন নাকি সোজাসুজি বলে দিয়েছেন কঙ্গনা রানাউতের সঙ্গে আর কাজ করবেন না ছবিতে। শোনা যাচ্ছে, পরের ছবিতে হৃতিকের বিপরীতে কঙ্গনারই কাজ করার কথা ছিল। তা বোধহয় আর হল না! কিন্তু কেন হৃতিক কঙ্গনার সঙ্গে ছবি করতে চাইছেন না তা অবশ্য জানা যায়নি।
এদিকে হৃতিকের এই আচরণে কঙ্গনার কোন মন্তব্যও আসেনি। তবে এ ধরণের ঘটনায় অনেকেই অবাক। সুজানের সঙ্গে হৃতিকের বিচ্ছেদের পর এই কঙ্গনার সঙ্গেই নায়ককে দেখা গিয়েছিল বিভিন্ন পার্টিতে। এমনকি এই বিচ্ছেদের জন্য কঙ্গনাকে দায়ীও করেন অনেকে। কিন্তু হঠাৎ কঙ্গনায় অ্যালার্জি কেন হৃতিকের- এমন প্রশ্ন অনেকের। কেউ কেউ বলছেন, নায়ক আবার ঘরে ফিরতে চাইছেন। তাই কঙ্গনার সঙ্গে দূরত্বটা বাড়িয়ে নিচ্ছেন।
কঙ্গনা এখন তাই বেশিরভাগই নারীকেন্দ্রিক ছবি বাছেন। যেখানে তিনিই হবেন প্রধান চরিত্র। কিন্তু সবসময় কী সেটা সম্ভব? নায়কেরা একে একে পাশ থেকে সরে গেলে, বলিউডের 'কুইন' একটু অসুবিধায় পড়ে যাবেন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা!
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ