প্রেমিকা লুলিয়া ভান্তুরকে হিন্দি শেখাতে শিক্ষক নিযুক্ত করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। রোমানিয়ান এই মডেলকে বলিউডে এন্ট্রি করাতেই সালমান এ উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
তবে অনেকেই বলছেন, নানা ঘাটের পানি খেয়ে শেষ পর্যন্ত লুলিয়াতেই থিতু হতে চাইছেন সালমান। তাই সালমান এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার সুবিধার্থেই লুলিয়াকে হিন্দি শেখানো হচ্ছে।
লুলিয়ার হিন্দি শেখা সম্পর্কে সালমানের একজন বন্ধু বলেন, ''সালমান তার (লুলিয়া) জন্য একজন হিন্দি শিক্ষক নিযুক্ত করেছেন। এটি তার ক্যারিয়ার গড়ার প্রস্তুতি কিনা তা আমরা জানি না। ধারণা করছি এটাই হবে। তবে এটি তাকে সালমানের পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে সাহায্য করবে।''
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ